Monday, August 7, 2017

"আমার প্রিয়তমা" কাব্য গ্রন্থ থেকে নেয়া.


হৃদয়ের কাছে


হৃদপিণ্ডতে আছে আঁকা 
তোমারি ছবি,
সঙ্গী হতে রাজি আমি
তুমি রাজি যদি ।
ইহকালের পরকালের...
বন্ধু তোমার আমি ।
সত্যিকারের বন্ধু ভেবো,
শত্রু নই আমি ।

তোমার জীবন নায়ে আমি 
খেয়া ঘাটের মাঝি,
তুমি বন্ধু লইবা সাথে...?
যেতে আমি রাজি ।



.................................।। সুস্মিতা দাস ।। 



No comments:

Post a Comment