Friday, July 28, 2017

''বিবেকের দংশন'' কাব্যগ্রন্থ থেকে নেয়া একটি কবিতা।



গারবেজ
                                                    সুস্মিতা দাস 

কোথায় আজ রয়েছি আমরা ?
যেখানে চারিদিক তাম্রলিপির
নির্ঘণ্ট মায়াই উল্লাসিত
এক স্তম্ভ ভূমির পতন তলে
নির্বাসিত জীবন করেছি দান,
তোমারি মায়ার ছলনাই বদ্ধ
আবেশের নতুন খেলায়
রইল সবই পড়ে,
যবে দিন ক্ষণে
একি ই তোমার তেজ ?
একি ঠিকানাই বসতি করেছি
সইছি সকল উন্মাদনা,
আসলেই আজ সকলই তোমার
সকলই তোমার গারবেজ ।।

সৃষ্টি মত্ত আর ধ্বংস তব…  
রুদ্রনীল শুভ্রতাই মলিন
এলোকেশ সকেশ কল্পনাই হাসিল,
এক বিমূর্ত লীলা এই ব্রহ্মাণ্ডে,
খেলেছ তুমি করেছো তুমি
তোমারি পুণ্য ভুমি
দিক্বিদিক সাগর ও উত্তাল
করেছো সৃষ্টি এ নশ্বর পৃথিবীর বেজ ।
উর্বরতাই রেখেছ আকীর্ণ করি
সকলকেই করেছো পূর্ণতা,
যত্র তত্র সর্বত্র
পূর্ণ এই ধরিত্র, সকলই তোমার দান,
সকলই তোমার গারবেজ ।। 



সমাপ্ত 

No comments:

Post a Comment