Tuesday, February 7, 2017

"বাংলা ও বাংলাদেশ " কাব্যগ্রন্থ থেকে নেয়া একটি কবিতা

"আমার বাংলাদেশ"
                        ...........সুস্মিতা দাস ।

বাংলাদেশ তোমার প্রকৃতি রূপে আজি মুগ্ধ
সকল বিশ্ববাসী আজি তোমার গুণগানে
উন্মত্ত আত্মহারা হয়ে লইছে একটি নাম।
তুমি লইছো শ্রেষ্ঠ সন্মান,
তুমি সব দ্বেষ ভুলে একচিত্তে লইছো ধারণা
দেশ মাতার পূর্ণ জলে আবক্ষ স্নানে
একটি নাম উঠে আসে বার বার।
তুমি আমার প্রিয় স্বদেশ -- বাংলাদেশ।

পাখির কলকাকলি আর শষ্যে ভরা
নদীমাতার চরণ তলে রয়োছ নুয়ে
দেশের সকল ভূমি রেখেছো উর্বর।
আছে বাংলার বুকে হাজারো গ্রাম
আছে নদী পাহাড় পর্বত সুন্দরবন।

আছে সৈকতের দখিন হাওয়া
উড়াল দিয়ে মনের দোলায় আপন করে
উষ্ণ প্রেমের হাই তুলে কোমল ছোয়ায়
দখিন কোন দাগ কেটে যাওয়া পুন্য স্বদেশ
সবার আগে উঠিব দাঁড়িয়ে বারবার
লক্ষে তাহার অবিচল--
রাখিব অক্ষয় তোমায় বাংলাদেশ।



                       ---------------শেষ





No comments:

Post a Comment