Tuesday, January 31, 2017

''বিবেকের দংশন'' কাব্যগ্রন্থ থেকে নেয়া একটি কবিতা।

মায়ার ছলে লীলা।
                            ...............সুস্মিতা দাস 

 আমি মায়ার ধুম্রজালে তোমায় করেছি বন্ধন
এক কল্পনার আকাশে তুমি অনন্য
হৃদয়ের সমস্ত বাসনা করে দান
তুমি আমার হৃৎপিণ্ডে বেধেছিলে বাসা
তব নিশীথ রাত্রি যাত্রী হয়ে,
ধরিত্রী করেছিল বন্ধন।

কি এমন করেছি হৃদয়ে পদাঘাতে
ক্ষত বিক্ষত চূর্ণতা পেলাম
আর রক্ত নদী বহিছে অন্তরে
নীরবতাই তার আত্মপ্রকাশ , আবেগ ক্রন্দন।
 নিপীড়ন সহে দুঃখ এসেছে
ভালোবাসা হারিয়ে গেল আজ
শুধুই নিপীড়ন নয় মিথ্যে প্রবাদ
ধিক্কার আর অহমিকায় করেছে বিভেদ
মানুষই আমার পরিচয়, ধর্মে নয়
তুবও জাতিভেদ করেছে বিভেদ
বৈষম্মে হয়েছি রক্তে ছেদন।

............................ শেষ 

No comments:

Post a Comment