। মায়ায় বসবাস।
....... সুস্মিতা দাস ।
নিশীথ পদ্ম ফুটিছে যখন
মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে
আমি ঘুরিতেছি এ সংসার নামক
এক মহাসমুদ্রের মাঝে।
দিগ্বিদিগ সহায় সম্বলহীন
যাযাবর তার প্রাপ্ত নিধন
ক্রমেই বাড়িছে উৎক্ষেপণ।
আমি মায়ায় ভুলেছি...
আমি মায়ায় পড়েছি রুদ্ধকর।
কেন হে তারে করিনি বরণ,
ভাবলেশহীন ছন্দকরন
ছিন্ন বস্ত্রে করেছি নিবারণ
রজোগুণ পুষ্পায়নে।
যাত্রীর বেশে ছদ্দবেশী
নাকাল করেছে অবলীলায় হাসিল
যখনি ছাড়িছে.....
পিছুটানে বারবার
দিবারাত্রি করিয়া হরণ
এ বিশ্বায়ন মানসপটে,
নাজিল করেছে পূর্ণ ভরে
মায়ার ছলনায় বদ্ধ হয়ে
উর্দ্ধ মুখীতে হয়েছে অমিল।
সমাপ্ত
No comments:
Post a Comment